টানা ২৫ দিন অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price on 28th November 2021)। দাম কমেনি ঠিকই, তবে না বাড়ায় স্বস্তিতে আমজনতা।
এই নিয়ে গত ২৫ দিন পেট্রোল ও ডিজেলের দাম একই জায়গায় রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৭৩ ডলারের নিচে নেমে গিয়েছে।
আইওসিএলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় (Petrol and Diesel Price in Kolkata) রবিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।
Gold Price reduced: রেকর্ড পতন সোনার দামে, প্রতি ১০ গ্রামে দাম কমল ৮১০ টাকা
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৯ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা।