সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনের মঞ্চে, জলবায়ু পরিবর্তন রুখতে এবং উষ্ণায়নের মাত্রা হ্রাস করতে পাঁচ প্রতিশ্রুতি দিল ভারত। একে ‘পঞ্চামৃত’ বলে আখ্যাও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৭০ সালের মধ্যে কার্বন দূষণের মাত্রা পুরোপুরি শূন্যে নিয়ে আসার লক্ষ্যমাত্রা পূরণ করবে ভারত।
মোদীর পঞ্চামৃত আসলে কী?
১) ২০৩০ সালের মধ্যে অ-জীবাশ্ম শক্তির উৎপাদন বাড়িয়ে ৫০০ গিগাওয়াট করবে ভারত।
২) ২০৩০ সালের মধ্যে দেশে শক্তির চাহিদার ৫০ শতাংশই পূরণ করা হবে পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে।
৩) ২০৩০ সালের মধ্যে কার্বন দূষণের মাত্রা ভারত ১০০ কোটি টন কমিয়ে আনবে।
৪) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কম করার লক্ষ্য রয়েছে ভারতের।
৫) ২০৭০ সালের মধ্যে কার্বন দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ করবে ভারত।