ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে (Jawarlal Nehru) শিশু দিবসের শুভেচ্ছা (Children's Day) জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ রাজনৈতিক নেতারা। শিশু দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা তথা ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। শিশু দিবসের শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে টুইট করে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। মমতা তাঁর টুইটে লিখেছেন, কন্যাশ্রী, সবুজ সাথী সহ যাবতীয় প্রকল্পের কারণে বাংলার শিশুদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠেছে।
Manipur Terror Attack: মনিপুরে জঙ্গী হামলায় নিহত বাঙালি জওয়ান, আজ দেহ পৌঁছবে গ্রামের বাড়িতে
কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) পণ্ডিত নেহরুর ছবি শেয়ার করেছেন। নেহরুর একটি বক্তব্যও শেয়ার করেছেন তিনি। বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষও শিশু দিবস উপলক্ষ্যে টুইট করেছেন।