লাগাতার আন্দোলনের পর বিরাট জয় পেলেন কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ঘোষণা করলেন, শীতকালীন অধিবেশনেই রদ করা হবে তিন কৃষি আইন। এর পরেই উচ্ছ্বসিত বিরোধী তৃণমূল কংগ্রেস (TMC)।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটারে ২০২০ সালের একটি ভিডিয়ো পোস্ট করেছেন৷ কৃষি বিল পাস হওয়ার পরেই তৃণমূল সাংসদরা বিক্ষোভে ফেটে পড়েন। অচল হয়ে যায় সংসদ। সেই ভিডিয়ো পোস্ট করে ডেরেকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো পথেই কৃষকদের পাশে ছিলেন তাঁরা। গান্ধীমূর্তির পাদদেশে রাতভর ধর্নার ছবিও টুইট করেছেন ডেরেক।
Narendra Modi on farm law: বিরাট জয় কৃষকদের! তিন কৃষি আইন রদ করল কেন্দ্রীয় সরকার
দমদমের সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, এটি ঐতিহাসিক জয়। কৃষক ও বিরোধীরা জয়ী, পরাজিত বিজেপি।