জরুরি অবস্থার ৪৬ তম বর্ষপূর্তিকে 'গণতন্ত্রের কালো দিন' হিসাবে পালন করল রাজ্য বিজেপি। শুক্রবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দলীয় দফতর থেকে সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে মিছিল শুরু করে বিজেপি। মিছিল থেকে কসবার ভুয়োভ্যাকসিন কাণ্ড এবং রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি নেতারা। সেন্ট্রাল অ্যাভিনিউতেই বিজেপির মিছিল আটকায় পুলিশ। রাস্তাতেই বিক্ষোভ অবস্থান করেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।