পেট্রোপণ্যে শুল্ক হ্রাসের দাবিতে রাস্তায় বিজেপি নেতৃত্ব। গার্ড রেল দিয়ে মুরলীধর সেন লেনের দু’দিক আটকে মিছিল রুখল পুলিশ। মিছিলে ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা। মিছিল ঘিরে শুরু থেকেই উত্তেজনা হওয়ায় চক্রব্যূহ করে আটকানো হয় বিজেপির মিছিল। চলে পুলিশ-বিজেপি বচসা, ধস্তাধস্তি। আটকে দেওয়া হয় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক। আটকে দেওয়া হয় প্রেসিডেন্সির দিক। মিছিলের সামনের সারিতে ছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। মিছিলের মাঝ বরাবর জ্বালানো হয় আগুন।
মিছিলে ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা। এই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার মুরলীধর সেন লেনে৷ কেন্দ্রীয় সরকার শুল্ক ছাড় দেওয়ার পর রাজ্য সরকার কেন পেট্রোল ডিজেলের উপরে শুল্ক কমাবে না, এই দাবিকে সামনে রেখে সোমবার মুরলীধর সেন লেনে রাজ্য দফতর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় বিজেপি(BJP)৷
কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো ব্যস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, এই যুক্তিতে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ(Police stops BJP rally in Kolkata)৷ মিছিল আটকাতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী দিয়ে সোমবার বিজেপি রাজ্য দফতর চারপাশের রাস্তা ঘিরে ফেলা হয়৷ তার মধ্যেই রীতেশ তিওয়ারি সহ বেশ কয়েকজন বিজেপি নেতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে এসে বসে পড়ে রাস্তা আটকানোর চেষ্টা করেন৷ সঙ্গে সঙ্গে রীতেশ তিওয়ারি সহ প্রায় তিরিশ জন বিজেপি নেতা, কর্মীকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে গ্রেফতার করা হয়৷