কড়া নিরাপত্তায় নির্বাচন চলছে মুর্শিদাবাদের দুই বিধানসভায়। জঙ্গীপুর এবং সামশেরগঞ্জে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ বুথের বাইরে সতর্ক প্রহরায় রয়েছেন জওয়ানরা।
৫৬ নং সামসেরগঞ্জ এবং ৫৮ নং জঙ্গীপুর বিধানসভার নির্বাচনের দিন সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। যদিও বৃষ্টির জন্য ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের সংখ্য অনেকটাই কম। তবে যারা ভোট দিতে এসেছেন তারা ছাতা মাথায় দিয়ে ভোট গ্রহন কেন্দ্রের বাইরে লাইন দিয়েছেন। যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে। করোনা বিধি মাথায় রেখেই ভোট গ্রহণ চলছে।
Bhawanipur: পাখির চোখ ভবানীপুর, কড়া নিরাপত্তা বাকি দুই কেন্দ্রেও
এর মধ্যেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে সামশেরগঞ্জে। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী।