কড়া নিরাপত্তায় আজ, বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হল হাই-প্রোফাইল ভবানীপুর (Bhawanipur) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। ভবানীপুরে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। প্রতি বুথে মোতায়েন রয়েছেন। ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি।
ভবানীপুরে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়োর বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং সিপিএমের শ্রীজীব বিশ্বাস। তৃণমূলের হয়ে প্রচার করেছেন সব হেভিওয়েট নেতাই। নন্দীগ্রামে পরাজয়ের পর বিধায়ক হতে ভবানীপুরে জিততেই হবে মমতাকে
Bhawanipur By-Poll: ভারী বৃষ্টিতে ভবানীপুরে ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের
ভবানীপুরের সঙ্গে ভোটগ্রহণ জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। ওই দুই কেন্দ্রেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।