৫৯ বছরে পা দিলেন টলিউডের ইন্ডাস্ট্রি বুম্বা দা, মানে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন ‘ছোট্ট জিজ্ঞাসা’তে। ১৯৮৩ সালে বিমল রায়ের ‘দুটি পাতা’ ছবিতে প্রথম নায়ক হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে।
এরপর একে একে নানান ধরনের ছবিতে অভিনয় করে নিজেকে দর্শকদের সামনে ধীরে ধীরে মেলে ধরেছেন তিনি। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সঙ্গী’ তাঁর সবথেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম। প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘উনিশে এপ্রিল’, ‘উৎসব’, ‘চোখের বালি’, ‘দোসর’, ‘খেলা’ এবং ‘দ্য লাস্ট লিয়র’ ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘দ্য লাস্ট লিয়র’ ছবিটি ছিল তাঁর অভিনীত একমাত্র ইংরেজি ছবি। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন। তপন সিন্হা পরিচালিত ‘আতঙ্ক’, তরুণ মজুমদার পরিচালিত ‘পথভোলা’, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘স্বপ্নের দিন’ ছবিতেও অভিনয় করেন তিনি।
দীর্ঘদিনের ক্যারিয়ারে পেয়েছেন একাধিক পুরষ্কারও। ২০০৩ সালে ‘চোখের বালি’ ছবিটি তাঁকে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার, পান বিএফজেএ অ্যাওয়ার্ড। ২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘দোসর’ ছবির জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। ২০১২ সালে ‘বাইশে শ্রাবণ’ তাঁকে এনে দেয় আইবিএফসি অ্যাওয়ার্ড। নির্বাচিত হন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। তাঁর এই ফিল্ম ক্যারিয়ার আরও সুদীর্ঘ হয়ে উঠুক। বুম্বাদার ৫৯তম জন্মদিনে এডিটরজি বাংলার তরফ থেকে রইল আন্তরিক শুভকামনা।