সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত কোনও গর্ভবতী মহিলার(Pregnant Woman) সংক্রমণের উপসর্গ যদি মৃদু কিংবা হালকা হয়, তাহলে ভ্রুণের মস্তিষ্কের(Fetas Brain) উপর তার খুব একটা প্রভাব পড়ে না । এই গবেষণাটি উত্তর আমেরিকার রেডিওলজিক্যাল সোসাইটির(Radiological Society of North America) বার্ষিক সভায় উপস্থাপন করা হয়েছিল ।
গর্ভাবস্থায় কোভিডে আক্রান্ত এরকম ৩৩ জন রোগীর ভ্রুণের এমআরআই(MRI) করেছিলেন গবেষকরা । গর্ভাবস্থার ১৮ সপ্তাহ থেকেই উপসর্গ দেখা দেয় । সাধারণ উপসর্গগুলি হল গন্ধ এবং স্বাদের অনুভূতি কমে যাওয়া, শুকনো কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট ।
আরও পড়ুন, Relation b/w Blood group and covid 19: আপনার ব্লাডগ্রুপ কী? জানেন, করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কতোটা?
ভ্রুণের এমআরআই-তে অভিজ্ঞতা সম্পন্ন এবং দুটি বোর্ড সার্টিফাইড রেডিওলজিস্টরা স্ক্যানগুলি মূল্যায়ন করেছেন । পরীক্ষায় দেখা গিয়েছে যে, সঠিক সময়ে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ হয়েছে । ভ্রুণের মস্তিষ্কে সংক্রমণের কোনও প্রভাব পড়েনি ।
মা কোভিড আক্রান্ত হলেই যে তার প্রভাব ভ্রুণের মস্তিষ্কের উপর পড়বে, এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি । তবে, গর্ভবতী মহিলাদের কোভিডের বিরুদ্ধে সবরকম সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করতে হবে ।