নাম ঘোষণার পরেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই এলাকায় কর্মী সমর্থকদেক নিয়ে ঘুরলেন প্রার্থী। । প্রচারের ফাঁকেই প্রিয়াঙ্কা জানিয়েছেন, মানুষের পাশে থাকাই তার লক্ষ্য। সকাল সকাল হেলদি স্টার্ট করতেই ভিক্টোরিয়াকে বেছে নিয়েছেন তিনি। বাংলাকে বাঁচানো এবং বাংলাকে সন্ত্রাসমুক্ত করায় তার লক্ষ্য। বিজেপি প্রার্থী জানিয়েছেন, একজন সাধারণ বাসিন্দা হিসেবে এই লড়াই শুরু করেছেন। শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধেই তার প্রচার চলবে বলে জানান প্রিয়াঙ্কা।