ভোট মানেই প্রচারের হরেক রঙ। রাজ্য-রাজনীতির এখন সবথেকে বড় চর্চায় ভবানীপুরের উপনির্বাচন।
সবুজ-গেরুয়া দুই শিবিরই ঝাপিয়ে পড়েছে ভবানীপুর দখলে। প্রচারের লাগছে নানা রঙ। আজ তেমনই এক অভিনব প্রচারে নামলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল(Priyanka Tibrewal campaign)।রীতিমতো খোল করতাল সহযোগে কীর্তন দল সঙ্গে নিয়ে এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী।
৭০ নম্বর ওয়ার্ডে এলাকার মানুষের কাছে অভিনব এই আয়োজন নিয়েই ভোট প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা।