উত্তরপ্রদেশেও এখন দিদির জয়গান। টুইটারে তাঁর ছবি,আর আমন্ত্রণের বন্যা। তবে এ দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়, উত্তরপ্রদেশের কংগ্রেস ভক্তদের দিদি এখন প্রিয়াঙ্কা গান্ধী।
এআইসিসি-র তরফে উত্তরপ্রদেশ ভোটের দায়িত্ব এবার চেপেছে প্রিয়াঙ্কার কাঁধেই। যোগী রাজ্যে আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট। সেই ভোটে ‘দিদি’ প্রিয়ঙ্কাকেই মুখ হিসেবে চাইছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা
। নেটাগরিকদের একাংশ বলতেও শুরু করে দিয়েছে, উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে বিরোধী শিবিরের মুখ করা হলে নির্বাচনে বিজেপি-র হার নিশ্চিত।
টুইটারে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে কংগ্রেসের ‘মুখ’ হিসেবে দেখতে চেয়ে অনেকেই তাদের মতামত জানিয়েছেন।
কেউ লিখছেন, ‘রাস্তায় নেমে আমাদের সঙ্গে আমাদের পাশে থেকে লড়াইয়ে অংশ নিতেই আসছেন আমাদের মেয়ে।’ আবার কেউ লিখেছেন, ‘যোগীর লঙ্কা জ্বালাতে আসছেন প্রিয়াঙ্কা।’ কিন্তু সব কিছু ছাপিয়ে ‘ট্রেন্ডিং’ হ্যাশট্যাগ ‘দিদি আ রহি হ্যায়’।