নির্বাচনের (Bhawanipur) দু’সপ্তাহ আগে নতুন বিতর্কে জড়ালেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের BJP প্রার্থী প্রিয়ঙ্কা তিব্রেওয়াল (Priyanka Tibrewal)। নির্বাচন কমিশনের চিঠি তিনি ছিঁড়ে ফেলেন বলে দাবি বিজেপি নেত্রীর।
Priyanka Tibrewal: বিধিভঙ্গ করেছেন প্রিয়াঙ্কা, কমিশনকে চিঠি দিল TMC
বৃহস্পতিবার প্রিয়াঙ্কা ভবানীপুরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান। সেই সময়েই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গেই বচসা বাধে প্রিয়ঙ্কার। তর্কাতর্কির মধ্যেই ওঠে সম্প্রতি তাঁকে দেওয়া নির্বাচন কমিশনের চিঠি প্রসঙ্গ। তখনই প্রিয়ঙ্কা সংবাদমাধ্যমকে বলেন, ওই রকম চিঠি তিনি ১০০টি পান, ১৫০টি পড়েন, ২০০টি ছিঁড়ি।
কমিশনের চিঠি নিয়ে প্রিয়ঙ্কার বক্তব্য অবজ্ঞায় ভরা বলে সমালোচনা করেছে তৃণমূলও। ভবানীপুরের তৃণমূলপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, বিজেপি প্রার্থীর বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে কমিশনের মতো একটি প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বা তাঁর দল বিজেপি কেমন মনোভাব পোষণ করে।