ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণের দিন সকালেই বুথ জ্যামের অভিযোগ তুলল BJP। গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের দাবি, মদন মিত্রের এলাকায় বুথ জ্যাম চলছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী৷ তাঁর দাবি, বেআইনি ভাবে বুথের বাইরে জমায়েত করেছে তৃণমূল কাঁসারিপাড়া এলাকায় মদন মিত্রের অনুগামীরা বুথ জ্যাম করেছেন। ৭৮ নম্বর ওয়ার্ডের অন্যত্রও বুথ জ্যামের চেষ্টা চলছে।
Bhawanipur: পাখির চোখ ভবানীপুর, কড়া নিরাপত্তা বাকি দুই কেন্দ্রেও
বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ভবানীপুরে এসব সংস্কৃতি নেই। উনি জানেন না।
সকাল থেকেই হাই-প্রোফাইল ভবানীপুরে বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের। এখনও পর্যন্ত বড় কোনো অভিযোগ ওঠেনি