প্রচারের শেষ লগ্নে উত্তাপ বাড়ছে ভবানীপুরে (Bhawanipur)। এবার পুলিশের এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি। বিজেপি প্রার্থীর দাবি, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর সময় তাঁর শ্লীলতাহানি করেছে ডিসিপি সাউথ আকাশ মাঘারিয়া।
Priyanka Tibrewal: নির্বাচন কমিশনের কত নোটিশ ছেঁড়েন, সংখ্যা জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা
নিজের সোস্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। তাতে দেখা যাচ্ছে, আকাশ তাঁর হাত ধরে সরে যেতে বলছেন। উল্লেখ্য, মগরাহাটের এক বিজেপি নেতার মরদেহ নিয়ে কালিঘাটে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি৷ নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।