ভবানীপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি করলেন BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। এই নিয়ে পুলিশকর্মীদের রীতিমতো ধমালেন তিনি।
নির্বাচনের দিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি,ভবানীপুরের গুরুদ্বারের সামনে বেআইনি ভাবে জমায়েত করা হয়েছে। ভাঙা হয়েছে ১৪৪ ধারা। খোলা রয়েছে দোকানপাট।
West Bengal by-election: কড়া নিরাপত্তায় ভোট চলছে জঙ্গীপুর, সামশেরগঞ্জে
একইসঙ্গে বিজেপির দাবি, ১২৬ নম্বর বুথ জ্যাম করেছে তৃণমূল। এনিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তারা। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন।