প্রেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) । ভালোবাসার মানুষের প্রবেশ ঘটেছে তাঁর জীবনে । সেই নতুন প্রেমিকার চোখের চাহনিতে মুগ্ধ অভিনেতা । সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছেন প্রসেনজিৎ । এমনকী, তাঁর কাছ থেকে নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি ! ব্যাপারখানা কী ?
ইনস্টাগ্রামে(Instagram) নতুন প্রেমিকার সঙ্গে দুটো ছবিও পোস্ট করেছেন প্রসেনজিৎ । একটিতে অভিনেতার বুকে মাথা দিয়ে রয়েছে সে । অন্যটিতে, দু’জনেই হাসছেন প্রাণখুলে । সেইসঙ্গে ক্যাপশনে প্রসেনজিৎ-র অকপট স্বীকারোক্তি, "এই দুবছর আগেই তার চোখে দেখেছিলাম আমার জন্য ভালোবাসা । কিছুদিন আগেই সে জানিয়েছে, ' তুমি আমার রাজপুত্র, আমি তোমাকে বিয়ে করতে চাই ।'
Ekannoborti : মুক্তি পেল মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি 'একান্নবর্তী'র ট্রেলার
এরপরেই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রসেনজিৎ । তাঁর জীবনে এই নতুন প্রেমিকার বয়স মাত্র দুই বা আড়াই বছর হবে । নাম মীরা । এই ছোট্ট মীরার প্রেমেই পড়েছেন বুম্বাদা ।