জাতির উদ্দেশে বক্তৃতায় তিন কৃষি আইন (Farm Laws) রদ করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। কিন্তু এখনই আন্দোলনের রাস্তা থেকে সরবেন না কৃষকরা। তাঁরা জানিয়েছেন, আগে সংসদে কৃষি আইন রদ হবে, তারপর প্রত্যাহার করা হবে আন্দোলন।
সংযুক্ত কিষাণ মোর্চা প্রধানমন্ত্রীর তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে, ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত টুইট করে নিজের বক্তব্য জানিয়েছেন।
Mamata Banerjee on Farm Law: কৃষকদের 'বিরাট জয়', অভিনন্দন মমতার, শোক 'শহীদ' কৃষকদের প্রতি
টিকায়েত লিখেছেন, ‘আন্দোলন এখনই থামবে না না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল হবে।’ একই সঙ্গে এই টুইটে তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, ‘কৃষকদের আন্দোলন শুধুমাত্র তিনটি বিতর্কিত আইন বাতিলের বিরুদ্ধে নয়। কৃষকদের বাকি সমস্যার সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়েও কথা বলতে হবে।’