চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়েই বিপত্তি! কাপড়ে পা জড়িয়ে ভারসাম্য হারিয়ে ট্রেনের তলাতেই চলে যাচ্ছিলেন এক যাত্রী। স্টেশনে থাকা জনতা ও আরপিএফ দৌড়ে এসে বাঁচান তাঁকে। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। সিসিটিভি ফুটেজ ভাইরাল (Viral video) হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায় (Social media)।
সোমবার বিকেলে পুরুলিয়া স্টেশনে ভুল ট্রেনে উঠে পড়েন দুই মহিলা। ট্রেন গতি নিয়ে নেওয়ার পর তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন। এরপর মরিয়া হয়ে ঝাঁপ দেন দুই মহিলা। তাঁদের একজন কিছুটা দূরে পড়ে গেলেও আরেক জন ট্রেনের একেবারে কাছে পড়ে যান। ধীরে ধীরে ট্রেনের চাকার দিকে গড়াতে থাকেন তিনি।
এই সময় সেখানে ছুটে আসেন কর্তব্যরত আর পি এফ বাবলু কুমার। তিনি মহিলাকে টেনে তোলেন। এরপর তাঁদের প্রাথমিক শুশ্রূষা করা হয়। জানা গিয়েছে ওই দুই মহিলাই ঝালদার বাসিন্দা। তাঁরা ভুল করে সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেসে উঠে পড়েছিলেন।