প্রাচ্যের নানা ধর্মেই চাঁদের একেক রকম গুরুত্ব। হিন্দু ধর্মে যেমন, রাশ,কোজাগরী, বুদ্ধ পূর্ণিমা। একেকে তিথির সঙ্গে জড়িয়ে পুরাণের একেক গল্প, বিশ্বাস।
কার্তিক মাসের পূর্ণিমাই রাস পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস বলে, এই দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্রভূমি।
পরবর্তীকালে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রীচৈতন্যদেব নাম-সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছরের রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, ২ অগ্রহায়ণ, বৃহস্পতিবার। ১৮ নভেম্বর বেলা ১২টা ০১ মিনিটটে।
চলবে ৩ অগ্রাহয়ণ, শুক্রবার, ১৯ নভেম্বর, শুক্রবার, দুপুর দিবা ২টো ২৮ মিনিট পর্যন্ত।