বেশ কিছুদিন বিরতির পর 'দিদি নম্বর ওয়ান'(Didi No 1)-এর মঞ্চে ফিরলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee) । সোমবার থেকেই ফের শো-এর দায়িত্ব সামলাচ্ছেন রচনা ।
সদ্য বাবাকে হারিয়ে মানসিক দিক থেকে বিপর্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায় । তাই বেশ কিছুদিন শো থেকে বিরতি নিয়েছিলেন তিনি । তাঁর জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়(Sudipa Chatterjee) ও সৌরভ দাস(Sourav Das) । শনিবারই শুটিং শেট থেকে ফেসবুক লাইভ করে রচনা জানান, তিনি ফের দিদি নং ওয়ান-এ ফিরছেন । মনের এই অবস্থায় যে এত তাড়াতাড়ি তিনি শুটিংয়ে ফিরবেন, সেটা ভাবতে পারেননি রচনা । অনুরাগীদের এত ভালোবাসায় সেটা সম্ভব হয়েছে বলে জানালেন অভিনেত্রী ।
আরও পড়ুন, Mimi Chakraborty Instagram : ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ছুঁল ৩ মিলিয়ন, অনুরাগীদের ধন্যবাদ মিমির
দিদি নম্বর ওয়ান-এ ফেরা রচনার কাছে ঘরে ফেরার মতো । রচনা বলেন, 'অনেকদিন পরে দিদি নম্বর ওয়ান-এর শুটিংয়ে এলাম । এ আমার নিজের ঘরে ফিরে আসা ।' একইসঙ্গে সুদীপা ও সৌরভকেও ধন্যবাদ জানিয়েছেন রচনা ।