লোকাল ট্রেন চালু করতে কী ভাবনা? রাজ্যকে চিঠি দিয়ে তা জানতে চাইল রেল। করোনা আবহে বিধি-নিষেধ বাড়িয়ে বন্ধ রাখা হয়েছিল লোকাল ট্রেন চলাচল। শধুমাত্র কয়েকটি স্টাফ স্পেশ্যাল ট্রেন চলছিল। আর এই স্টাফ স্পেশ্যালেই বাড়ছে ভিড়। তাই লোকাল ট্রেন চালাতে চায় রেল। এবার ট্রেন চালানোর প্রয়োজনীয়তা জানিয়ে রেলের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
করোনা আবহে স্টাফ স্পেশ্যালে ভিড় কমানো প্রয়োজন, এ দিন রাজ্য সরকারকে চিঠি দিয়ে সে কথাই জানিয়েছে পূর্ব রেল। উল্লেখ্য বিধি-নিষেধের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আগামী ১৫ জুন। আর তাই এই মাসেই লোকাল ট্রেন চালাতে উদ্যোগী রেল।