সত্যি হল জল্পনা। তৃণমূলে ফিরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলার সভায় রবিবার নিজের ভুল স্বীকার করলেন তিনি। জানালেন, মমতা কেবল নেত্রী নন, তিনি দেবী।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু ডোমজুড়ে দাঁড়িয়ে ভোটে হেরে যান তিনি। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। অবশেষে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি বিজেপি ছেড়ে নিজের পুরনো দলে ফিরলেন।
রাজীব জানান, অভিষেক তাঁর নেতা। তিনি যা দায়িত্ব দেবেন, পালন করতে প্রস্তুত তিনি।