রিয়েলিটি টেলিভিশনের (Reality show) অ্যাঙ্করের মন্তব্যে ফের বিতর্কের ঝড়! রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’ (Dance Deewane Season 3)-এর তৃতীয় সিজনের সাম্প্রতিক একটি পর্বে আসামের এক খুদে প্রতিযোগীর পরিচয় দিতে গিয়ে ‘মোমো’, ‘চাউমিন’ ইত্যাদি শব্দের প্রয়োগ করেন ওই শো-এর অ্যাঙ্কর রাঘব জুয়েল (Raghav Juyal)। তা থেকেই বিতর্কের সূত্রপাত।
ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখর হয়েছেন অগণিত মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও (Himant Biswasharma)। এই প্রসঙ্গে একটি টুইটও করেন তিনি। যেখানে বেশ কঠোর ভাষায় ‘এই ধরনের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য’-র সমালোচনা করা হয়েছে।
সংশ্লিষ্ট শো-এর কয়েক সেকেন্ডের ওই ক্লিপিংটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ‘ভুল বোঝাবুঝি মেটানোর লক্ষ্যে’ রাঘব জুয়েল পুনরায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন যে, “উত্তর-পূর্ব ভারতের মানুষদের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। আমার বহু ঘনিষ্ঠ বন্ধু সিকিম এবং অরুণাচল প্রদেশের। ওই খুদে প্রতিযোগী চাইনিজ ভাষা বলতে পছন্দ করে বলেই আমাদের জানিয়েছিল। তাই শো’তে ওর পরিচয় দেওয়ার সময় আমি অমন ভাবভঙ্গি করেছিলাম। তাতে কাউকে আঘাত দেওয়া কোনও উদ্দেশ্যই ছিল না”।
তাঁর এই ‘ব্যাখা’-তে বিতর্কের আগুন কিছুটা নিভলেও, এমন ঘটনাকে ভালো চোখে দেখছে না অনেক মহলই।