সোমবারই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে দিঘা থেকে ৬৩০ কিমি দূরে থাকা নিম্নচাপ। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে দিঘা উপকূলে। রবিবার রাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে দিঘায়। সোমবার সকাল থেকে সেখানে সূর্যের দেখা পাওয়া যায়নি। লাল সতর্কতা জারি থাকায় এই মুহূর্তে শান্ত দিঘার সৈকত। মোতায়েন রয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে মাইকে করে প্রচার করা হচ্ছে। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।