Watch: দেখলে মনে হবে যেন ভিডিও গেম। অবিশ্বাস্য গতিতে টানেলের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে প্লেন। রোমহর্ষক এই ঘটনাটাই বাস্তব। এনার্জি ড্রিঙ্ক সংস্থা রেড বুল তাদের টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছে।
সংস্থাটি লিখেছে যে পাইলট, ডারিও কস্তা, দুটি টানেলের মধ্যে দিয়ে বিমানটি চালিয়েছেন।ভিডিওতে দেখা যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলের কাছে কাতালকা টানেলের মধ্যে দিয়ে বিমানটি ঢুকে সেখান দিয়ে বেরিয়ে আবার একটি দীর্ঘ টানেলে প্রবেশ করে একই গতিতে। দীর্ঘ টানেলটির মধ্যেই উড়েছে বিমান। তারপর টানেল থেকে বেরিয়ে উড়ে গেছে নীল আকাশে। চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন এই ঘটনা। আপাত অসম্ভব কে সম্ভব করে তুলেছেন বিমানের দক্ষ পাইলট। নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিও।