আপনি কি নেটফ্লিক্স-অ্যামাজনের (Netflix-Amazon Prime) গ্রাহক? বা অনলাইনে ফোন বা বিদ্যুতের বিল দেন? ১ অক্টোবর থেকে অটো ডেবিট (Auto-Debit) বন্ধ করে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। গ্রাহকের কাছে অনুমতি না নিয়ে কোনও লেনদেন (Transaction) করতে পারবে না লেনদেনকারী সংস্থাগুলো।
অনলাইনে মাসিক বা বার্ষিক লেনদেনের ক্ষেত্রে অধিকাংশ সংস্থা বা ব্যাঙ্ক অটো-ডেবিট অপশন অন করে রাখে। এই অটো ডেবিট অপশন আসলে কী! রেজিস্ট্রেশনের সময় গ্রাহকের থেকে একটি ডেবিট বা ক্রেডিট কার্ডের (Debit Card and Credit Card) নম্বর চেয়ে রাখা হয়। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্ধারিত অর্থ কেটে নেয় লেনদেনকারী সংস্থাগুলো। এবার থেকে সেটা আর হবে না। গ্রাহককে নোটিস পাঠিয়ে তারপরই কাটতে হবে সেই টাকা।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১ অক্টোবর থেকে নতুন নিয়মে অটো ডেবিট অপশন তুলে দিতে হবে প্রত্যেক সংস্থাকে। গ্রাহকের অনুমতি নিয়ে তবেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে হবে। অন্তত ২৪ ঘণ্টা আগে গ্রাহককে এসএমএস বা ইমেলে (Email) রিমাইন্ডার দিতে হবে। সেই মেসেজে সংশ্লিষ্ট পেমেন্টের বিশদ বিবরণ দিতে হবে। এই মেসেজ পেতে গেলে ডেবিট বা ক্রেডিট কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে অটো ডেবিটের প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। অটো ডেবিটের ক্ষেত্রে সর্বাধিক পাঁচ হাজার টাকা লেনদেন করা যাবে। তার বেশি হলে, ওটিপির (OTP) মাধ্যমে গ্রাহকের অনুমতি নিতে হবে ব্যাঙ্ক বা লেনদেনকারী সংস্থাকে।