হতে পারে প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপানের জন্য, হতে পারে ক্রমশ বাড়তে থাকা বায়ু দূষণের জন্য, সারা পৃথিবী জুড়েই সব বয়সিদের মধ্যে শ্বাসকষ্ট বাড়ছে।
২০ কোটি মানুষ, সারা বিশ্বের জনসংখ্যার ৪ শতাংশ, এখন COPD-এর শিকার। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে সারা বছরে মৃত্যু হচ্ছে ৩২ লক্ষ মানুষের। সবচেয়ে বেশি মৃত্যু ঘটানো কারণগুলোর তালিকায় তিন নম্বরে রয়েছে এটি। গত দেড় বছরে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত , পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি এই পরিস্থিতির উন্নতির জন্য কিছু পরামর্শ দিয়েছে, সেগুলি নীচে উল্লেখ করা হল।
রেসপিরেটরি হেলথ নিয়ে সচেতনতা বাড়ানো
বিশেষ করে শৈশবের শ্বাসকষ্ট জনিত অসুস্থতার গুরুত্ব বোঝা
প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান, তামাকজাত পন্য সেবন বন্ধ করা
শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া