আজ এটিকে মোহনবাগানের জনপ্রিয় ফুটবল তারকা রয় কৃষ্ণর জন্মদিন( Roy Krishnas birth day)। তাঁর পরিবারের ইতিহাস বেশ আকর্ষণীয়। প্রায় ১৪০ বছর আগে কলকাতা থেকেই জাহাজে করে ফিজিতে চলে গিয়েছিলেন এটিকে-মোহনবাগানের তারকার পূর্বপুরুষেরা।
আর ভারতে ফিরে আসেননি তাঁরা। ভারতের ঠিক কোথায় কৃষ্ণর পূর্বপুরুষেরা থাকতেন, তা অবশ্য জানা নেই তাঁরও।
দাদু-ঠাকুরমার কাছ থেকে কলকাতা থেকেই ফিজি-গামী জাহাজে ওঠার কথা শুনেছিলেন তিনি। এই কারণেই কলকাতার প্রতি তাঁর আলাদা টান রয়েছে। আর জন্ম ফিজিতে হলেও রয় কৃষ্ণ (Roy Krishnas birth day) বড় হয়েছেন ভারতীয় সংস্কৃতিতেই।
ঝরঝরে হিন্দিতে কথা বলতে পারেন ফিজির এই তারকা ফুটবলার। অন্ধ ভক্ত অমিতাভ বচ্চনের। রয় কৃষ্ণার জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।