পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত নির্বাচনে রাজনৈতিক নেতৃত্ব এবং জনপ্রিয়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনও মুখ বিজেপি তুলে ধরতে পারেনি। 'তৃণমূল খারাপ দল, কিন্তু তাদের নেত্রী ভাল'- এমনটাই বিশ্বাস করেছেন সাধারণ মানুষের বড় অংশ। বাংলায় বিজেপির বিপর্যয়ের পরে এমন বিশ্লেষণই উঠে এল আরএসএসের মুখপত্রে।
মমতার নেতৃত্ব ও জনপ্রিয়তাকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি প্রধান প্রতিপক্ষ তৃণমূল থেকে বাছ-বিচার না করে লোক ভাঙিয়ে আনার নীতিকেও বিজেপির বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছে সঙ্ঘের নির্বাচনোত্তর বিশ্লেষণে। রাজ্য বিজেপি নেতারা বিধানসভায় দলের আসন সংখ্য ৩ থেকে বেড়ে ৭৭ হওয়ার বিষয়টিকে দেখিয়ে শক্তিবৃদ্ধির দাবি করছেন। কিন্তু তা মানতে নারাজ আরএসএস। তাদের মত, আলোচনা হওয়া উচিত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সাপেক্ষে।