বাঁশের কঞ্চির উইকেট আর ব্যাট দিয়ে দুজন শিশু ক্রিকেট (Cricket) খেলছে। এই পর্যন্ত তাও ঠিক ছিল। আমরা এই দৃশ্যে অভ্যস্ত। কিন্তু, তারপরই যদি দেখা যায়, তাদের সঙ্গেই খেলছে একটি কুকুরও এবং তার এই 'অংশগ্রহণ' শুধু নামেই নয়। সে রীতিমতো ফিল্ডিং করছে এবং তার সঙ্গেই করছে উইকেটকিপিং, তাহলে?
চমক লাগছে তো? লাগারই কথা! এমন চমক লেগেছে সচিন তেন্ডুলকরেরও (Sachin Tendulkar)!
সোমবার নিজের টুইটার (Twitter) অ্যাকাউন্ট থেকে এই মজার ভিডিয়োটি (Viral video) শেয়ার করেন তিনি। তারপর সেখানে লেখেন, "এই নতুন বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর একটা কথা বলতেই হচ্ছে, ওর কাছেই রয়েছে দ্রুতগতির বলকে রুখে দেওয়ার সমস্ত কৌশল! আমরা তো ক্রিকেটে উইকেটকিপার, ফিল্ডার আর অলরাউন্ডারদের দেখেছি। কিন্তু, একে কী নাম দেবেন আপনি?"