মুম্বইয়ের মাদক মামলার তদন্তে বড়সড় মোড়বদল। সরিয়ে দেওয়া হল তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে।
নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) নিয়ে আলোচনা চলছিলই। বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক কাণ্ডের প্রধান তদন্তকারীর ভূমিকায় ছিলেন সমীর ওয়াংখেড়ে। তবে তাঁকে সেই ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
Aryan Khan: জামিনের পর প্রথমবার এনসিবি-র দফতরে আরিয়ান খান
আরিয়ান খান গ্রেফতারের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের জোনাল ডিরেক্টোর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তোলেন এই মামলার এক সাক্ষী প্রভাকর সেইল। তার ওপর এনসিবি কর্তার হঠাৎ দিল্লিতে যাওয়া নিয়ে শুরু হয় জোর বিতর্ক।