কপ্টার দুর্ঘটনার (Helicopter crash) চারদিন পর রবিবার রাজ্যে এসে পৌঁছল বিপিন রাওয়াতের (Bipin Rawat) ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সতপাল রাইয়ের (Satpal Rai) কফিনবন্দি দেহ।
জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন সতপাল। তিনিও দুর্ঘটনায় প্রয়াত হন। তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে দার্জিলিঙের তাকদার বাড়িতে। পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।
রবিবার বাগডোগরা বিমানবন্দরে হাজির ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। ব্যাঙডুবি বিমানঘাঁটিতে শেষ শ্রদ্ধা জানানোর পর সেনাবাহিনীর শববাহী শকটে মৃত সেনাকর্মীর দেহ নিয়ে যাওয়া হবে তাকদায় গ্রামের বাড়িতে। সোমবার সম্পন্ন হবে শেষকৃত্য।