আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে বিজেপি-কে কড়া আক্রমণ তৃণমূল কংগ্রেসের। প্রাক্তন মুখ্যসচিবকে পাঠানো কেন্দ্রের চার্জশিটের কড়া তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।সাংসদের অভিযোগ, ‘আলাপনের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে কেন্দ্র। বৈঠকে না থাকায় আলাপনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান। মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবই বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে। এ ব্যাপারে কেন্দ্রের পদক্ষেপ হাস্যকর। যা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। এভাবে কোনও অফিসারকে কেন্দ্র ডেকে নিতে পারে না।