নন্দীগ্রামে গিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিনের নন্দীগ্রাম সফর নিয়ে তৃণমূল সাংসদের কটাক্ষ, ‘উনি গাঁয়ে মানে না আপনি মোড়ল’।বিজেপির কিছু লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যপালের এদিনের নন্দীগ্রাম সফরকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বর্তমানে রাজ্য রাজনীতিতে হাস্যকর হয়ে উঠেছেন রাজ্যপাল। তাঁকে কেউ গুরুত্ব দেয় না। তৃণমূল তো নয়-ই, বিজেপিও নয়। তিনি বিজেপির হয়ে পথে নেমেছেন। জনরোষের ভয়েই কেন্দ্রীয় বাহিনীর নিরপাত্তা নিয়েই সর্বত্র ঘুরছেন। এটা সর্বতোভাবে নিন্দনীয়।