বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার পথে পথদুর্ঘটনার কবলে পড়ল রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) কনভয়। কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফিরছিলেন তিনি। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িতে ধাক্কা দেয় লরি। চোট পান নেত্রী-অভিনেত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটিও।
হাতে চোট পেয়েছেন তৃণমূল (TMC) নেত্রী। গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি।
Mamata Banerjee: রাজ্যে সরকারি চাকরি পেতে গেলে বাংলা জানা জরুরি, বললেন মমতা
দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে ফের বাঁকুড়া যাচ্ছেন সায়ন্তিকা। হাতে চোট পেয়েছেন অভিনেত্রী। ট্রাকটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।