পর পর দু'দিন ট্রেন অবরোধের পর শুক্রবার নিরাপত্তা বাড়ানো হল একাধিক স্টেশনে৷ মূলত শিয়ালদহ দক্ষিণ শাখার স্টেশনগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়। এদিন সকালে সোনারপুর, মল্লিকপুর, চম্পাহাটি, ঘুটিয়ারী শরীফ , বেতবেড়িয়া স্টেশনে জিআরপি এবং আর পি এফ মোতায়ন করা হয়। স্টেশন সংলগ্ন রাস্তায় নজরদারি চালায় রাজ্য পুলিশ। এদিন অবশ্য কোথাও অবরোধ বা বিক্ষোভের ঘটনা ঘটেনি।