কলকাতা পুরসভা নির্বাচনে মোট কতগুলি বুথ স্পর্শশকাতর, নির্বাচন কমিশনকে তা জানিয়ে দিল পুলিশ। কলকাতা (Kolkata Police) এবং রাজ্য পুলিশের (West Bengal Police) পক্ষ থেকে ওই বুথগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা পুরভোটে (KMC Elections 2021) স্পর্শকাতর বুথের তালিকা কমিশনকে দিয়ে দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ১১০০-র কিছু বেশি বুথকে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনারকে সেই তালিকা তুলে দিয়েছে কলকাতা পুলিশ।
KMC Election: পুরভোটের আগে শহরে রুট মার্চ শুরু কলকাতা পুলিশের
এই সব স্পর্শকাতর বুথে বাহিনী মোতায়েন থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ের নকশাও তুলে দেওয়া হয়েছে কমিশনের হাতে। মোট প্রায় ৫ হাজার বুথের মধ্যে স্পর্শকাতর বুথ শতাংশের বিচারে প্রায় ২০ %। সব স্পর্শকাতর ভোটকেন্দ্রে রুট মার্চ শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে।