কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিং খান এবং তাঁর পরিবার। এই সময়ে স্বপ্নের হিরোর পাশে রয়েছেন তাঁর অগণিত অনুরাগী।কলকাতার শাহরুখ ভক্তদের একটি দলকে দেখা গেল 'প্ল্যাকার্ড হাতে', তাতে লেখা, আমরা তোমার পাশে আছি।
Srkian Nidhi এই নামের একটি টুইটার প্রোফাইল থেকে ভিডিও টুইট করে বাদশা-র পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভক্তকূল বলছেন, "উই লাভ এসআরকে, যব তক হ্যায় যান, শাহ্রুখ খান"। সঙ্গে টুইট করে বলা হয়েছে, "এত কম লোক নিয়ে মিছিল সম্ভব নয় বলে তা করলাম না। তবে শহরের প্রতিটি শাহরুখ ভক্তকে বলব এই সময়ে তাঁর পাশে থাকতে"।
সপ্তাহ খানেক আগে মুম্বইয়ে শাহরুখের বাসভবন মন্নতের সামনে ভিড় করেছিলেন তাঁর ফ্যানেরা। হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, "সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা তোমার ভক্তরা, আমরা তোমায় শর্তহীন ভাবে ভালোবাসি, আমরা তোমার পাশে আছি কিং'।
গত ৩ অক্টোবর একটি রেভ পার্টি থেকে মাদকসেবনের অভিযোগে কিং খানের পুত্র আরিয়ান-সহ তিনজনকে গ্রেফতার করেছে এনসিবি।