সংসদের বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু সংসদের ভিতরে 'অগণতান্ত্রিক এবং অসংসদীয়' আচরণের জন্য শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, রাজ্যসভায় সরকারপক্ষের সহকারী দলনেতা মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন বৈঠক করেন বেঙ্কাইয়ার সঙ্গে। অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই শান্তনুর শাস্তির সিদ্ধান্ত ঘোষণা করেন বেঙ্কাইয়া। শান্তনু কক্ষ ছেড়ে বেরিয়ে যান। সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল।
বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর হাত থেকে বক্তৃতার কাগজ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে শান্তনু তা ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের আসনের দিকে ছুড়ে দেন। এরপরই তুঙ্গে ওঠে বিতর্ক।