পশ্চিমবঙ্গে নির্বাচনে সম্ভাব্য সাফল্যের জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন দেশের একাধিক বিরোধী নেতা৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা শরদ পাওয়ার টুইট করে অভিননন্দন জানিয়েছেন মমতাকে। তিনি লিখেছেন, 'বিধানসভা নির্বাচনে জয়ের জন্য মমতাকে অভিনন্দন। এবার করোনা অতিমারীর মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে।' উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও মমতাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, একজন মহিলাকে বিজেপি যেভাবে আক্রমণ করেছে, এই ফলাফল তার স্পষ্ট জবাব।