৯০-এ পা দিল শোভাবাজার বটতলা সর্বজনীনের পুজো থিমেরই পুজো। তবে কিছুটা অন্যরকম। তাঁদের মণ্ডপে এবার ধরা দিচ্ছে একটুকরো প্রকৃতি। পুরো প্যান্ডেলজুড়ে থাকবে একাধিক রঙের ব্যবহার।
হারিয়ে যাওয়া গন্দ শিল্প ধরা দিচ্ছে শোভাবাজার বটতলা সর্বজনীনের মণ্ডপে। খড় এবং পরিবেশবান্ধব উপাদান দিয়েই সেজে উঠছে মণ্ডপ। পুজোর সময়টা কলকাতা সেজে ওঠে ভীষণ রকম, তবে অধিকাংশ ক্ষেত্রে তিলোত্তমাকে সাজানোর নামে দূষণ বাড়ে, হোর্ডিং-এ ছেয়ে যায় পথ ঘাট, গাছ কেটে মাথা তোলে মণ্ডপের চুড়ো, সেখানে দাঁড়িয়ে এই পুজো উদ্যোক্তারা একটু অন্যরকম তো ভাবলেন, প্রকৃতিকে বাদ দিয়ে কীসের উদযাপন? সেই ভাবনা থেকেই দুই শিল্পী, ইন্দ্রজিৎ ও দেবব্রতের এই অভিনব ভাবনা।
বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান যেমন গাছ, পাখি, পশু সব নিয়েই সেজে উঠছে মণ্ডপ। এখানে এলেই মনে হবে একটুকরো প্রকৃতি যেন ধরা দিচ্ছে।