বাংলায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ বুধবার তারকেশ্বরে ভোটপ্রচার করেন তিনি। ওই কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী স্বপন দাশগুপ্ত। স্মৃতির দাবি, রাজ্যে চরম নৈরাজ্য তৈরি করেছে তৃণমূল সরকার৷ মহিলাদের কোনও নিরাপত্তা নেই। তিনি বলেন, "বাংলার মানুষ পরিবর্তন চাইছেন৷ সেই বার্তা দিতেই আমি এসেছি।"