ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনের (Bhawanipur By-Poll) রণদামামা বেজে গেছে। আর মাত্র কয়েকদিন বাকি। প্রচারে আসছেন দুই দলের হেভিওয়েট নেতারা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) হয়ে প্রচার করতে শহরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। কালীঘাটে পুজো দিয়ে শুরু করলেন প্রচার।
ভোট মানেই ভাগ্যপরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুর্গ ভবানীপুরে প্রচারের আগে তাই সকাল সকাল কালীঘাট পৌঁছে যান স্মৃতি ইরানি। মন্দিরে মায়ের কাছে বিজেপির জয়ের প্রার্থনা করলেন তিনি। পরনে ছিল মাল্টিকালার প্রিন্টের শাড়ি। বিধানসভা নির্বাচনে স্পষ্ট বাংলা বলে চমক দেন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়েও এবার প্রচার করবেন তিনি।
এর আগে ভবানীপুর কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করেন হরদীপ সিং পুরী ও সম্বিত পাত্র। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গে সারাদিন প্রচার সারবেন স্মৃতি ইরানি।