সেজে গুজে, পরে মার শাড়ি
যাবই আজকে তোর বাড়ি
আছে কথা ভীষণ দরকারি
......সুকান্ত...
পুজো এলে এই গান মনে পড়বে না, বাংলার তরুণ প্রজন্ম এতটা বেরসিক হয়ে যায়নি! এক দশক আগের সাড়া জাগানো গান যিনি গেয়েছিলেন সেই সোমলতা আচার্য নিজে পুজোর গান বলতে কী বোঝেন? এডিটর জি বাংলাকে গায়িকা জানালেন, যে গান তাঁর পছন্দের, তা সারা বছর শোনেন, আলাদা করে পুজোর সময় বিশেষ কোনো প্লেলিস্ট তৈরি হয় না তাঁর। কিন্তু সেই ছোটবেলা থেকে অন্তরা চৌধুরীর গলায় শুনে আসা 'পুজোর গন্ধ এসেছে' শুনলে এখনও নস্ট্যালজিক হয়ে পড়েন গায়িকা।
প্যান্ডেলে নিজের গান বাজছে শুনলে কেমন লাগে? প্রশ্ন শুনেই সোমলতার উত্তর, "এখন অভ্যেস হয়ে গেছে। কিন্তু প্রথম অনুভূতিটা মনে রাখার মতো"। ২০০৯ সালের পুজোয় দক্ষিণ কলকাতার এক মণ্ডপে প্রথম বাজতে শোনেন 'সুকান্ত'। একটু অস্বস্তি, একটু লজ্জা, আবার অনেকটা ভাল লাগা ঘিরে রেখেছিল শিল্পীকে। মনে হয়েছিল, যার গান বাজছে, কেউ কি তাঁর নাম জানে? কেউ কি আদৌ জানে, গায়িকা আসলে এখন তাঁদের পাশেই দাঁড়িয়ে?