তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল আয়না ২০২১(Telengana Bengali Film Festival Aayna 2021)-এ ‘নির্ভয়া’(Nirbhaya) ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra) । এই খুশির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে(Instagram) পুরস্কার এবং সার্টিফিকেটের ছবি শেয়ার করেছেন শ্রীলেখা । তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যাল, পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ এবং ‘নির্ভয়া’-র সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Nirbhaya : মুক্তি পেল অংশুমান প্রত্যুষের পরবর্তী ছবি 'নির্ভয়া'-র ট্রেলার
'নির্ভয়া' । এই শব্দ অথবা নামটির সঙ্গে পরিচয় রয়েছে প্রায় সমস্ত ভারতীয়রই। 'নির্ভয়া' শব্দটি লড়াইয়ের আরেক নাম। ধর্ষণের বিরুদ্ধে লড়াই, পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াই। আর এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের 'নির্ভয়া, সমাজের লক্ষ্মী' । ছবিতে শ্রীলেখা ছাড়াও অভিনয় রয়েছেন গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, হিয়া দে ।
সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় শ্রীলেখা । তাঁর জীবনের বিভিন্ন মুহূর্ত সেখানে তুলে ধরেন তিনি । এই পুরস্কার জেতার আনন্দটাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি অভিনেত্রী ।