চার বছরের লড়াইয়ের পর অবশেষে 'শেরদিল'-এর শুটিং শেষ করলেন পরিচালক সৃজিত মুখার্জী(Srijit Mukherji) । রবিবার সোশ্যাল মিডিয়ায় গোটা টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে এ কথাই জানিয়েছেন পরিচালক।
ছবিতে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) । এছাড়া ছবিতে দেখা যাবে নীরজ কবি, সায়নী গুপ্ত ও আরও অনেককে । উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এই সিনেমার । শেষ কয়েকদিন কলকাতাতেও শুটিং করেছেন পরিচালক । এটিই সৃজিতের তৃতীয় হিন্দি ছবি হতে চলেছে ।
আরও পড়ুন, Srijit Mukherji : এবার বাঘের গল্প বলবেন সৃজিত, শুরু হল 'শেরদিল' সিনেমার শুটিং
নেপালের একটি সত্য ঘটনা অবলম্বনে 'শেরদিল' তৈরি করেছেন সৃজিত । ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে, বাঘ। সোশ্যাল মিডিয়ায় পোস্টে পরিচালক জানান, এই চার বছরে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে । কিন্তু, অবশেষে কম বাজেটে, কম সময়ে শুটিংয়ের কাজ শেষ করতে পেরে খুশি তিনি ও তাঁর টিম । রবিবার সোশ্যাল মিডিয়ায় টিমের প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন সৃজিত ।