চাকুরি প্রার্থীদের জন্য সুখবর। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। সোমবারই ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)। অস্বচ্ছতার অভিযোগে এর আগে বাতিল হয় মেধা তালিকা। ভোট ও মামলার জেরে বিলম্ব হয় প্রক্রিয়ায়। ফের সেই নিয়োগ শুরু করতে চলেছে। নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর। সোমবার বিকেলের পর এসএসসির ওয়েবসাইট www.westbengalssc.com-এ সেই তালিকা দেখা যাবে।