রাজ্যে উপনির্বাচন হোক দ্রুত, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এমনটাই জানালেন এ রাজ্যের নির্বাচনী আধিকারিকরা। বুধবার দুপুরে ১৭টি রাজ্যের ডেপুটি সিইওদের সঙ্গে বৈঠকে পুজোর ছুটির কথা উল্লেখ করে দ্রুত নির্বাচনের পক্ষে সায় দেন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা। বৈঠকে ভবানীপুরের নাম উল্লেখ না করলেও উপ্নিরবাচনের সাতটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ এবং কৌতূহল রয়েছে ভবানীপুর কেন্দ্রটি নিয়ে। কারণ ওই কেন্দ্র থেকে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যাঁরা ভোটের কাজে যুক্ত থাকবেন তাঁদের সবাইকে টিকা দেওয়া হয়েছে কি না সে প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। সেখানে রাজ্যের নির্বাচনী কর্তারা জানিয়েছেন, তাঁরা ভোট করতে প্রস্তুত। এই মুহূর্তে ভোট হলে সমস্যা নেই। কারণ অক্টোবর মাসের ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত কমিশনের দফতরে ছুটি থাকছে। ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে ২৪ দিনের মাথায় ভোট করা সম্ভব।